পিস হিসেব করে রডের ওজন বের করা

দালানকোঠা নির্মাণের জন্য রড একটি গুরুত্বপূর্ণ উপাদান। রড ছাড়া উঁচু ভবন নির্মাণ সম্ভব নয়। বর্তমানে রডের দাম দিন দিন বেড়েই চলেছে। এত গুরুত্বপূর্ণ ও দামি উপাদানটি ক্রয়কতে যেয়ে অনেকে প্রতারণার শিকার হচ্ছেন। কারণ ব্যস্ততার কারণে অনেকে দোকান থেকে সরাসরি ওজন করে ক্রয় করতে পারেন না। ফোনের মাধ্যমে ওয়াডার দিয়ে রড পাঠিয়ে দিতে বলেন, ব্যস্ততার কারণে যেতে পারেন না। এই সুযোগটা কিছু প্রতারক ব্যবসায়ী কাজে লাগান এবং ওজনে কম দিয়ে থাকেন। আবার কিচু অসাধু ব্যবসায়ী ওজন মিটারে কারসাজি করে রাখেন, ফলে আপনার সামনে ওজন করলেও ধরতে পারবেন না। কিন্তু আপনার যদি পিস হিসেবে ওজন বের করার টেকনিক জানা থাকত, তাহলে সেই অসাধু ব্যবসায়ী আপনাকে ঠকাতে পারত না। তাই আজ আপনাদেরকে দেখাব কিভাবে পিস গুণে রডের ওজন বের করতে হয় তার টেকনিক। কথা না বাড়িয়ে শুরু করা যাক।

পিস গণনা করে রডের ওজন বের করার নিয়ম

কত মিলি মিটার রডের কতটুকু ওজন

৮ মি.মি. ১ পিস রডের ওজন ৪.৭৩ কেজি।

১০ মি.মি. ১ পিস রডের ওজন ৭.৪০ কেজি।

১২ মি.মি. ১ পিস রডের ওজন ১০.৬৫ কেজি।

১৬ মি.মি. ১ পিস রডের ওজন ১৮.৯৪ কেজি।

২০ মি.মি. ১ পিস রডের ওজন ২৯.৫৯ কেজি।

২৫ মি.মি. ১ পিস রডের ওজন ৪৬.২৪ কেজি।

 

কত মিলি সমান কত সুতা 

১০ মি.মি. ডায়ার রড সমান ৩ সুতা।

১২ মি.মি. ডায়ার রড সমান ৪ সুতা।

১৬ মিলি ডায়ার রড সমান ৫ সুতা।

২০ মি.মি. ডায়ার রড সমান ৬ সুতা।

২২ মি.মি. ডায়ার রড সমান ৭ সুতা।

২৫ মি.মি. ডায়ার রড সমান ৮ সুতা।

 

এক ফুট রডের ওজন কত কেজি

৮ মি.মি. ১ ফুট রড প্রায় ০.১২ কেজি।

১০ মি.মি. ১ ফুট রড প্রায় ০.১৮৭ কেজি।

১২ মি.মি. ১ ফুট রড প্রায় ০.২৭ কেজি।

১৬ মি.মি. ১ ফুট রড প্রায় ০.৪৮ কেজি।

২০ মি.মি. ১ ফুট রড প্রায় ০.৭৫ কেজি।

২২ মি.মি. ১ ফুট রড প্রায় ০.৯১ কেজি।

২৫ মি.মি. ১ ফুট রড প্রায় ১.১৭ কেজি।

 

এভাবে একপিস রডের ওজন বের করে সম্পূর্ণ রডের ওজন কত কেজি বা টন তা বের করতে পারবেন। মোট কেজিকে ১০০০ দিয়ে ভাগ করলেই কত টন হয়েছে বের হয়ে যাবে। কারণ আমরা জানি এক হাজার কেজিতে এক টন। 

বি:দ্র: এই হিসাব ১০০% একুরেট নয়, যেহেতু কোম্পানি ভেদে রডের কিছুটা তারতম্য হয়। তাই এক টন রডে দুই অথবা চার কেজি পার্থক্য হতে পারে। তবে বেশি পার্থক্য হবে না।

আরও পড়ুন: ভালোমানের রড চেনার উপায়। নির্মান কাজে যে রড ব্যবহার করতে হয়

আরও পড়ুন: রডের গায়ের লেখা দেখে ভালো রড যেভাবে চিনবেন